Wellcome to National Portal
Main Comtent Skiped

Skill-based training for women for livelihood

জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে ৫টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। যথা:- ১) ড্রেস মেকিং এন্ড টেইলারিং ২) হ্যান্ড এমব্রয়ডারী এন্ড কারচুপি ওয়ার্কস ৩) ব্লক-বাটিক এন্ড প্রিন্টিং ৪) ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন এবং ৫) সার্টিফিকেট ইন বিউটিফিকেশন। প্রতিটি ট্রেড ৩ মাস মেয়াদী। প্রশিক্ষণ গ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের ফরম জেলা কার্যালয় হয়ে সংগ্রহ করতে হবে। প্রতিটি ব্যাচের আবেদন ফরম প্রশিক্ষণ শুরু পূর্বের মাসের প্রথম সপ্তাহ থেকে আবেদনের জন্য ছাড়া হয়ে থাকে। আবেদন সমূহ নির্বাচন কমিটি কর্তৃক চুড়ান্তভাবে বাছাই করে প্রশিক্ষার্থী নির্বাচন করেন।