Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দরিদ্র মা'র ও ল্যাকটেটিং মাদার ভাতা

গর্ভবতী দরিদ্র/কর্মজীবি নারীর জন্য ভাতা প্রদান কর্মসূচীর আওতায় ইউনিয়ন পর্যায় “দরিদ্র মা'র জন্য মাতৃত্বকাল ভাতা” এবং পৌরসভা পর্যায় “ল্যাকটেটিং মাদার ভাতা” প্রদান কর্মসূচী দুটি যথা ২০১৯-২০২০ অর্থবছর এবং ২০২০-২০২১ অর্থ বছরে সমাপ্ত হয়েছে। কর্মসূচী দুটির আওতায় থাকা উপকারভোগীদের ভাতা প্রদানের সময় সীমাও সমাপ্ত হয়েছে। বর্তমানে কর্মসূচী দুটিকে একীভূত করে “মা ও শিশু সহায়তা” কর্মসূচী নামে চালু রাখা হয়েছে।