উপপরিচালক এর কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জনবলের তথ্যঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ঃ
শিবগঞ্জ উপজেলা কার্যালয়ঃ
গোমস্তাপুর উপজেলা কার্যালয়ঃ
ভোলাহাট উপজেলা কার্যালয়ঃ
বিঃদ্রঃ- কর্মকর্তা ও হিসাবরক্ষক/ক্রেডিট সুপারভাইজার অন্যত্র সংযুক্ত রয়েছে। নাচোল উপজেলা কার্যালয়ঃ
বাস্তবায়িত কর্মসূচি সমুহঃ
ভিডব্লিউবি কর্মসূচিঃ ২০২২-২০২৩ ভিডব্লিউবি চক্রের আওতায় ৯৫৭৬ জন উপকাভোগী নির্বাচন ও তাদের ডাটাবেজ তৈরী করা হয়েছে। উপকারভোগীদের মাঝে মাসিক ৩০ কেজি হারে প্রতি মাসে ২৮৭.২৮০ মেঃ টন খাদ্য (চাল) বিতরণ কর হয়। মা ও শিশু সহায়তা কর্মসূচিঃ মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১১৭০২ জন ভাতাভোগীদের মধ্যে মাসিক ৮০০ টাকা হারে ২ (দুই) বছর মেয়াদে ভাতা প্রদান করা হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরে ৬৪০৮ জন উপকারভোগীর বরাদ্দ পাওয়া গেছে যা প্রতিমাসে ৫৩৪ জন করে অনলাইনে ডাট্রা এন্টি চলমান রয়েছে। দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিঃ জীবীকাযনের জন্য দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় জেলা কার্যালয়ে ৩ (তিন) মাস মেয়াদে ৫(পাঁচ) টি ট্রেডে ১০০ জন করে বছরে মোট ৪০০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বিভিন্ন ট্রেডে ৩(তিন) মাস মেয়াদে ৩০ জন করে বছরে মোট ২৪০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয় । ক্ষৃদ্রঋণ কার্যক্রমঃ মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় এযাবৎ ১৬৬৬ জন নারীকে মোট ১৭৪৪৮০০০/- (এক কোটি চুয়াত্তর লক্ষ আটচল্লিশ হাজার ) টাকা ঘূর্ণায়নমান ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। শুরু হতে এযাবৎ মোট আদায়ের হার ৭০% এবং ২০২৩ সালে আদায়ের হার ৩০%। সেচ্ছাসেবী মহিলা সমিতিঃ ২০২২-২০২৩ অর্থ বছরে ৮৩ টি সেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ হতে ২৫৭৫০০০/- ( পঁচিশ লক্ষ পয়ছাত্তর হাজার ) টাকা অনুদান বিতরণ করা হয়েছে। জয়িতা অন্বেষণে বাংলাদেশঃ ২০২২ সালে জেলা ও উপজেলা পর্যায়ে ৫ টি ক্যাটাগরীতে ২৩ জন জয়িতা নির্বাচন ও তাঁদের সম্মাননা প্রদান করা হয়েছে। সেলাই মেশিন বিতরণঃ ২০২৩ সালে ৪০ জন দুঃস্থ মহিলার মাঝে ৪০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। কিশোর-কিশোরী স্থাপন প্রকল্প: চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪৯টি ক্লাব আছে। সদস্য সংখ্যা প্রতি ক্লাবে ৩০ জন করে মোট ১৪৭০ জন। ৯৮০ জন কিশোরী এবং ৪৯০ জন কিশোর । তাঁদের মাঝে জেন্ডারবেজ ভায়োলেন্স প্রতিরোধে সচেতনতাসহ সৃজনশীল মানষিক বিকাশে প্রশিক্ষণ চলমান রয়েছে এবং জেলায় APC প্রকল্পের মাধ্যমে শিশু ও কিশোর কিশোরী মাধ্যমে শিশু সুরক্ষা কার্যক্রম চলমান। নির্যাতিত নারী ও শিশুকে আইনী সহায়তা প্রদানঃ জেলা/ উপজেলা/ ইউনিয়ন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি মাসিক সভা অনুষ্ঠান সহ নির্যাতিত নারী ও শিশুকে আইনী সহায়তা প্রদান করে। বাল্য বিবাহ প্রতিরোধঃ বাল্য বিবাহ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, নারী উন্নয়ন ফোরাম, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের সমন্বয়ে উঠান বৈঠক, আলোচনা সভা, সেমিনার করা হয় এবং সেপ্টেম্ব/ ২০২৩ সালে ১৫টি বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে।
|