Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা কি ভাবে পাবে


কি সেবা কি ভাবে পাবেঃ

 

০১। ভিডাব্লিউবি কার্যক্রমের আওতায় অনলাইনে আবেদনের মাধ্যমে ইউনিয়ন ভিডাব্লিউবি কমিটি ও     

      উপজেলা ভিডাব্লিউবি কমিটির অনুমোদনের মাধ্যমে প্রদান করা হয়। 

০২। মা ও শিশূ সহায়তা কর্মসূচীর আওতায় অনলাইনে আবেদনের মাধ্যমে ইউনিয়ন ও পৌরসভার
      মাতৃত্বকালীন ভাতা প্রদান কমিটি অনুমোদনের মাধ্যমে প্রদান করা হয়।

০৩। প্রশিক্ষণ প্রদান: ৫(পাঁচ) টি ট্রেড যথা:- ১) ড্রেস মেকিং এন্ড টেইলারিং ২) হ্যান্ড এমব্যয়ডারী এন্ড কারচুটি  ওয়ার্কস 

    ৩) ব্লক-বাটিক এন্ড প্রিন্টিং ৪) ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন ৫) সার্টিফিকেট ইন বিউটিফিকেশন – তে ৩ মাস মেয়াদে প্রশিক্ষণ দান।

প্রশিক্ষণের জন্য আবেদনের প্রেক্ষিতে  জীবীকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির জেলা কমিটি কর্তৃক চুড়ান্ত নির্বাচনের মাধ্যমে।

০৪। আবেদনের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন রোধে আইনী সহায়তা প্রদান।

০৬। সংবাদ প্রাপ্তের ভিত্তিতে বাল্যবিবাহ রোধে সহয়তা প্রদান।

০৭। আবেদনের প্রেক্ষিতে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন রেজিষ্টেশন প্রদান

০৮। অনুদানের জন্য আবেদনের প্রেক্ষিতে জেলা অনুদান কমিটি কর্তৃক অনুমোদন সহ সদর কার্যালয়ে প্রেরণ

০৯। কিশোর কিশোরী ক্লাব এ সদস্য হতে সংশ্লিষ্ট ক্লাব কমিটি কর্তৃক সদস্য নির্বাচন।

১০। জয়ীতা নির্বাচনে আবেদনকৃত প্রার্থীদের কমিটি কর্তৃক মনোনয়ন