কী সেবা কিভাবে পাবেন:
০১। VWB কার্যক্রমের আওতায় অনলাইনে আবেদনের মাধ্যমে ইউনিয়ন VWB কমিটি ও উপজেলা VWB কমিটির অনুমোদনের মাধ্যমে উপকারভোগী নির্বাচন ও সেবা প্রদান করা হয়।
০২। মা ও শিশু সহায়তা কর্মসূচীর আওতায় অনলাইনে আবেদনের মাধ্যমে ইউনিয়ন ও পৌরসভার মাতৃত্বভাতা প্রদান কমিটি অনুমোদনের মাধ্যমে উপকারভোগী নির্বাচন ও সেবা প্রদান করা হয়।
০৩। প্রশিক্ষণ প্রদান: কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ৫(পাঁচ) টি ট্রেড যথা:- ১) ড্রেস মেকিং এন্ড টেইলারিং ২) হ্যান্ড এমব্রয়ডারী এন্ড কারচুপি ওয়ার্কস ৩) ব্লক-বাটিক এন্ড প্রিন্টিং ৪) ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন ৫) সার্টিফিকেট ইন বিউটিফিকেশন - তে ৩ মাস মেয়াদে প্রশিক্ষণ দান করা হয়। প্রশিক্ষণ গ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন সমূহ জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির জেলা কমিটি কর্তৃক চুড়ান্ত নির্বাচনের মাধ্যমে প্রশিক্ষার্থী নির্বাচনপূর্বক প্রশিক্ষণ প্রদান করা হয়।
০৪। আবেদনের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন রোধে আইনী সহায়তা প্রদান করা হয়।
০৬। সংবাদ প্রাপ্তের উপর ভিত্তিতে বাল্যবিবাহ রোধে সহয়তা প্রদান করা হয়।
০৭। আবেদনের প্রেক্ষিতে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন রেজিষ্টেশন প্রদান করা হয়।
০৮। অনুদানের জন্য আবেদনের প্রেক্ষিতে জেলা অনুদান কমিটি কর্তৃক অনুমোদনসহ সদর কার্যালয়ের প্রেরণ করা হয়।
০৯। কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ক্লাব সমূহে প্রতিটিতে ৩০ জন সদস্য (যথা ২০জন কিশোরী ও ১০ জন কিশোর) ১ বছরের জন্য সংশ্লিষ্ট ক্লাব কমিটি কর্তৃক নির্বাচন ও ভর্তি করা হয়।
১০। জয়ীতার জন্য প্রাপ্ত আবেদন উপজেলা ও জেলা কমিটি কর্তৃক মনোনয়ন/নির্বাচন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস